শুক্রবার, ১২ অগাস্ট ২০২২, ০৯:৪৬ পূর্বাহ্ন
হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতার ২য় মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা
আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা এসএম শফি’র ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও খতমে কোরআন,মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর ২১) সকালে শহরের শব্দমিয়াপাড়ায় হোমিওপ্যাথিক কলেজ হলরুমে এ আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) কে.এম ইয়াসির আরাফাত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যাক্ষ ডা: জ্যোতি বিকাশ চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ, কলেজ প্রতিষ্ঠাতা এস এম সফির ছেলে এসএম নাজিম উদ্দিন, কলেজ পরিচালনা কমিটির সদস্য এড. আক্তার উদ্দিন মামুন, সদস্য ডাঃ মনোরঞ্জন দেব, শিক্ষক প্রতিনিধি ডা: এনামুল হকসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা এতে অংশ নেয়।
এতে বক্তারা প্রতিষ্ঠাতা এসএম শফির অবদানের কথা তুলে ধরে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এই প্রতিষ্ঠানকে গতিশীল এবং স্বচ্ছতার সাথে পাহাড়ের মানুষের কাজে বিশেষ অবদান রাখবে মন্তব্য করে হোমিওপ্যাথিক কলেজ পার্বত্য জেলার মানুষকে সেবা দিয়ে এগিয়ে অবদান রাখবে বলে প্রত্যাশা করেন বক্তারা। পরে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply