শুক্রবার, ১২ অগাস্ট ২০২২, ০৯:২৫ পূর্বাহ্ন
নুরুল আলম: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ১নং সদর ইউপি নির্বাচনে নির্মল নারায়ন ত্রিপুরা চেয়ারম্যান প্রার্থী হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে সর্ব এলাকায়।
জানাযায়, দ্বিতীয় পর্যায়ে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে উপজেলা আওয়ামীলীগের বৈঠকে অংশ গ্রহন করেছেন। তিনি ভোটারদের নিয়ে নিবার্চনে নির্বাচিত হলে, বিভিন্ন উন্নয়ন মূলক কাজের প্রতিসূতীসহ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবেন বলে জানান।
এছাড়াও তার পিতা নগেন্দ্র নারায়ন ত্রিপুরা ১৯৭৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৭৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত একটানা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। এরই মধ্যে ১৯৮৯ সালে স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে স্বর্নপদক অর্জন করেন। তারই ৮ ছেলে মেয়ের মধ্যে সুযোগ্য ৪র্থ সন্তান নির্মল নারায়ন ত্রিপুরা গুইমারা সদর ইউপি নিবার্চনে প্রার্থী হওয়ার সংবাদে গুইমারা সদর ইউপি বাসী আনন্দীত বলে জানা গেছে।
আগামী ১১ নভেম্বর ২০২১ নির্বাচনে দলের প্রার্থী হিসাবে নোমিনেশন পেলে তাকে ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য এলাকাবাসীর কাছে দোয়া চায়। মাটিরাঙ্গা উপজেলার অধিনে গুইমারা ইউপির সংযুক্ত থাকা কালীন সময় নির্মল নারায়ণ ত্রিপুরা মাটিরাঙ্গা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। গুইমারা উপজেলা হওয়ার পর সে গুইমারার ভোটার এবং গুইমারা ইউপি আওয়ামীলীগের সদস্য হিসাবে কাজ করে যাচ্ছে বলে জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply