শনিবার, ০৩ Jun ২০২৩, ১২:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির গুইমারায় সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কতিপয় প্রভাবশালী চক্র উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়থলি হাজিপাড়া এলাকায় মেলার নামে চালাচ্ছেন অশ্লীল নৃত্য ও জুয়ার আসর। রাতভর এ মেলায় কয়েক হাজার মানুষ অংশগ্রহন করে। এসকল জুয়া, অশ্লীল নৃত্যসহ অবৈধকর্মকান্ড দেখার কেহ নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শনিবার ৭ই মে ২০২২ গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নের বড়থলি হাজিপাড়া এলাকায় মেলার নামে জুয়ার আসর চালাচ্ছেন, থোয়াইয়ু মারমা (ওয়ালটন) আলোঅং মারমা, আব্দুল কাদের, মংশরি মারমা সহ আরো অনেকে।
হাইকোটের নিদের্শ মোতাবেক যেকোনো মেলায় জুয়া ও অশ্লীল নৃত্যের আয়োজন করা নিষিদ্ধ এবং এর বিরুদ্ধে যথাযথ শাস্তির নিদের্শ থাকলেও তা মানছে না কিছু দুষ্টচক্র। তাই বড়থলি মেলা ও জুয়া পরিচালনা কারীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর।
নাম প্রকাশে অনুচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি জানায়, প্রতিটি জুয়ার ঘর থেকে ২০ হাজার টাকা হারে ২০টি জুয়ার ঘর থেকে ৪ লক্ষ টাকা উত্তোলন করে মেলা কমিটি এবং একটি মহলকে ম্যানেজ করে এই জুয়া চালাচ্ছেন। এছাড়াও ২০টাকার কুপন এর মাধ্যমে আকর্ষনীয় কয়েকটি পুরষ্কার রেখে লটরীর নাম করে সাধারণ মানুষ থেকে কৌশলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বড়থলি হাজিপাড়ায় মেলা হচ্ছে এমন কোনো তথ্য আমরা এখনো পাইনি। মেলা পরিচালনার অনুমতি সাধারণত জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসন দিয়ে থাকে। আমরা কোন ধরনের মেলা অনুমতিও দেইনি। বিষয়টি খতিয়ে দেখছি, সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে মেলা সংক্রান্ত বিষয়ে কোনো অনুমতি দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মেলার ব্যপারে কোনো অনুমতি দেইনি। বিষয়টি থানার অফিসার ইনর্চাজকে জানানোর জন্য পরামর্শ দেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply