বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির পানছড়িতে সমীর দত্ত ত্রিপুরা হত্যার মূল হোতা মিন্টুকে আটক করেছে পুলিশ। আটক মিন্টু বিকাশ ত্রিপুরা উপজেলার ৪নং লতিবান ইউপির হেলাধুলা পাড়ার শুলকুমার ত্রিপুরার সন্তান।
বুধবার (৪ মে ২০২২) বিকেল সাড়ে তিনটার দিকে মাটিরাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: আনচারুল করিম জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পাই মিন্টু মাটিরাঙ্গা বাসস্ট্যান্ড হয়ে গাড়িতে করে পালিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। সাথে সাথে মাটিরাঙ্গা থানাকে বিষয়টি অবগত করে তাকে আটক করাতে সক্ষম হই।
পানছড়ি থানায় এনে জিজ্ঞাসাবাদে সে হত্যারকান্ডোর সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে হেলাধুলা পাড়ায় সমীর দত্ত ত্রিপুরাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের বড় ভাই সোনা মোহন ত্রিপুরা নয় জনকে আসামি করে পানছড়ি থানায় একটি মামলা দয়ের করে।
পানছড়ি থানার অফিার ইনচার্জ মো: আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগে চারজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply