রবিবার, ০৪ Jun ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন

আগামীকাল গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন

আগামীকাল গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন

নুরুল আলম:: ১৫ জুন সকাল ৮ টা থেকে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদের ২য় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান গুইমারা উপজেলার নির্বাচন অফিসার। গুইমারা উপজেলার নির্বাচনে ১৪টি কেন্দ্র ও ৯২ ভোট কক্ষ নির্ধারন করা হয়েছে এবং মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ১শত ৫৭জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৭ হাজার ৬২ এবং মহিলা ১৬হাজার ৯৫। নির্বাচনেই নির্ধারিত হবে কে হবেন গুইমারা উপজেলার আগামীদিনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

উপজেলাটি তিনটি ইউনিয়নের হিন্দু-মুসলিম, মারমা, ত্রিপুরা, চাকমা অধ্যুষিত জাতীগোষ্টী নিয়ে গঠিত। এবারের উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ৪ জন প্রার্থী নির্বাচন যুদ্ধে অংশ নিচ্ছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। এদের মধ্যে পুরুষ ৪ জন এবং মহিলা ২ জন।

চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা,স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, আইয়ুব আলী, রুইসাঅং মারমা। ৩ জন মারমা প্রার্থীর বিপরীতে ১ জন বাঙালী প্রার্থী এ সরল সমীকরণটি বাকী ৩ প্রার্থীর জন্য কঠিন হতে পারে বলে ভোটের মাঠে প্রচারণা সরগরম।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd