রবিবার, ০৪ Jun ২০২৩, ০১:১৯ অপরাহ্ন

চন্দ্রঘোনায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

চন্দ্রঘোনায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক: চন্দ্রঘোনা থানাধীন ০৩নং বাঙ্গালহালিয়া ইউপিস্থ ০৭ নং ওয়ার্ডস্থ কাকঁড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে যৌথ বাহিনীর অভিযানে দুইজন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়েছে। আটককৃত সন্ত্রাসীদের নাম খোকা মোহন তনচংগ্যা (৪০) ও সুমন চাকমা (৩৫)।

চন্দ্রঘোনা থানাসূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন এর দিকনির্দেশনায় চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী এর নেতৃত্বে এসআই (নিঃ) সেলিম উল্লাহ সঙ্গীয় ফোর্স ও যৌথবাহিনী সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে গত শুক্রবার রাত ১০ টার সময় বাঙ্গালহালিয়ার ০৭ নং ওয়ার্ডস্থ কাকঁড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তুলা গাছের নিচে হতে তাদের আটক করা হয়। এসময় আটক দুই পাহাড়ী সন্ত্রাসীর কাছ থেকে একটি দেশীয় তৈরী ১৫.৫ ইঞ্চি এলজি কাঠের বাট ও ০৪ রাউন্ড কার্তুজ সহ আটক করা হয়।

এদিকে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আটক আসামীদের বিরুদ্ধে শনিবার নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd