মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ১২:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক- বিলাইছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান – এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি সেনা জোনের মেজর, সরিফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। এবং সভায় স্বাগত বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন বিপুল কুমার পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রনি সরকার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা,২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা( রাসেল),৪ নং বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আথোমং মার্মা, শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, দীপংকর তালুকদার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ তঞ্চঙ্গ্যা’সহ উপজেলার প্রায় দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply