রবিবার, ০৪ Jun ২০২৩, ০১:০৩ অপরাহ্ন

রাঙামাটিতে সন্ত্রাসীদের আগুনে পুড়ল যাত্রীবাহী বোট

রাঙামাটিতে সন্ত্রাসীদের আগুনে পুড়ল যাত্রীবাহী বোট

নিজস্ব প্রতিবেদক:: রাঙামাটির বরকল উপজেলায় জুরাছড়িতে যাত্রীবাহী বোট আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।

শনিবার (১১ জুন) রাতে এমন তথ্য নিশ্চিত করে করেছেন বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) নাছির উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে বরকল উপজেলার সীমান্তলগ্ন স্বাগত জুড়াছড়ি স্থানে জুরাছড়ি উপজেলার যাত্রীবাহী বোটটি ঘাটে পার্কিং করা ছিল। একদল মুখোশ পরিহিত সন্ত্রাসী এসে বোটের কর্মচারীদের নামিয়ে আগুন লাগিয়ে বোটটি পুড়িয়ে দেয়।

যাত্রীবাহী বোটের কেরানি মো. মালেক বলেন বোটে বিভিন্ন ধরণের মালামাল ছিল। যার আনুমানিক মূল্য তিন-চার লক্ষ টাকা। বোটসহ মালামাল সব পুড়ে গেছে।

মালিক সমিতির নেতা মো. মামুন বলেন, সন্ত্রাসীদের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এসে প্রথমে বোটের কেরানীকে খোঁজ করে। তাকে না পেয়ে বোটের কর্মচারীদের নামিয়ে বোটে আগুন দেয়। তবে তারা কোন চাঁদা দাবি কিংবা বোট থেকে মালামাল নিয়ে যায়নি।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, এরা আঞ্চলিক সংগঠনের কিনা বোটের কেউ কিছুই বলতে পারেনি।

জুরাছড়ি উপজেলার চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, বোটে আগুন দেয়া কোন ভাল কাজ নয়। যারা এ ধরনের নিন্দনীয় কাজ করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া জরুরি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd