মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ১২:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: জাতীয় পত্রিকা দৈনিক কালের কণ্ঠ ও এনটিভি রাঙামাটি জেলা প্রতিনিধি, দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৮জুন) দুপুরে রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে যুক্তিতর্ক শেষে আদালত জামিন মঞ্জুর করেছেন।
আসামিপক্ষের আইনজীবী এডভোকেট বিপ্লব চাকমা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তারের পর বুধবার রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে জামিনের আবেদন করি। আসামির সামাজিক মর্যাদা ও সাংবাদিকতার বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করা হলে আদালত অর্ন্তরবতীকালীন জামিন মঞ্জুর করেছে। আগামী সাত কার্য দিবসের মধ্যে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার শর্তে এই জামিন মঞ্জুর করে আদালত।
রাঙামাটি জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে সাত কার্য দিবসের মধ্যে উপস্থিত হওয়ার শর্তে আসামিকে জামিন দেয়া হয়েছে।
পাবর্ত্য চট্টগ্রামের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য’র কণ্যা নাজনীন আনোয়ার এর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে গত ৭জুন সন্ধ্যায় ওয়ারেন্ট দেখিয়ে সাংবাদিক ফজলে এলাহিকে কাঠালতলী থেকে গ্রেফতার করে পুলিশ। এর খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের নিন্দার ঝড় শুরু হয়। বুধবার সকালে সাংবাদিক ফজলে এলাহির নিশর্ত মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন মহলের আয়োজনে মানববন্ধন করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply