রবিবার, ০৪ Jun ২০২৩, ০২:৩৬ অপরাহ্ন
মোঃ এনামুল হক, মাটিরাঙ্গা: পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। ৫ আগষ্ট
শুক্রবার সকাল ১০টায় উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার তৃলা দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিশেষ অতিথি মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মুক্তিযোদ্ধা পৌর কমান্ডার আবুল হাশেম ও সরকারি কর্মকর্তাগণ।
আলোচনা সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন বহু প্রতিভার অধিকারি। একাধারে মুক্তি যোদ্ধা, ফুটবলার, সংগীত শিল্পী, নাট্য শিল্পী ও আবৃত্তিকারক। তার শূন্যতা কখনো পুরন হওয়ার নয়। ১৯৭৫ এর ১৫ আগষ্ট ঘাতকদের নির্মমতার জাতি ভুলতে পারবে না।
আলোচনা সভার পূর্বে ০৯.৩০ ঘটিকায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মাটিরাঙ্গা থানার পক্ষ থেকে উপজেলা চত্বরে অবস্থিত ফ্রিডম স্কোয়ার শেখ কামাল এর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। আলোচনা শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতিব হারুনুর রশিদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply