বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০৮:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :: পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের সভাপতিত্ব করেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খাঁন।
৬ আগস্ট ২০২২ শনিবার বিকেল তিনটায় উপজেলা পৌরসভা ও টাউন হল সংলগ্ন মাঠে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া সম্মেলন উদ্বোধন করেন ।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপির সহ সভাপতি আবু ইউসুফ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, জেলা বিএনপির সহ সভাপতি নাছির আহাম্মদ চৌধুরী খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু প্রমূখ।
এছাড়ও স্বাগত ব্যক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: বদিউল আলম বদি, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি বাদশা মিয়া, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মতিন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, তাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইব্রাহীম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রবীন কুমার ত্রিপুরা, বেলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, গুমতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: ইদ্রিস মিয়া প্রমূখ।
বক্তারা বক্তব্যে বলেন, আওয়ামীলীগের সীমাহীন দূর্ণীতি, অর্থ পাচার, লুটপাট, হত্যা, মিত্যা মামলা, নির্যাতন, গুম ও পুুলিশবাহীনিকে ব্যবহার করে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের হয়রানী, নির্যাতন এমনকি হত্যার করা, দ্রব্য মূল্যের উদ্ধোগতিসহ কারচুপির মাধ্যমে ভোট গ্রহন করে ক্ষমতায় আছে। বর্তমান এই সরকারকে ক্ষমতাস্রুত করে র্নিদলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন করা হবে। এছাড়াও দেশের জনগণ ও ছাত্রসমাজ এবং সকল সংগঠন বর্তমান সরকারের পতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলার আহ্বান জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply