শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৪:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারা উপজেলা যুবদলের উদ্যোগে শোক সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বিকালে গুইমারা উপজেলা যুবদলের উদ্যোগে শোক র্যালীর আয়োজন করা হয়। র্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়কে উঠার আগেই পুলিশের বাঁধার সম্মুখিন হয়ে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করা হয়।
শান্তিপূর্ন র্যালিতে পুলিশের বাঁধার অভিযোগ করে সমাবেশে বক্তারা বলেন, পুলিশ দিয়ে মানুষকে হামলা, মামলা ও হত্যা করে গণতন্ত্রের আন্দলন বন্ধ করা যাবেনা। নারায়নগঞ্জে যুবদল নেতা শাওন হত্যাকারী পুলিশ সদস্যকে বিচারের আওতায় আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রতিকুলতাকে অতিক্রম করে খাগড়াছড়িতে ওয়াদুদ ভুইয়ার হাত কে আরো শক্তিশালি করতে নেতা কর্মীরা প্রস্তুত রয়েছে বলে জানা বক্তারা।
উক্ত শোক র্যালী ও প্রতিবাদ সমাবেশে গুইমারা উপজেলা যুবদলের আহ্বায়ক সালমান হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: ইউচুপ, সহ সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক নবী হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: পারভেজ হোসেনসহ ছাত্রদল, যুবদল সহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply