বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ পূর্বাহ্ন
নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার মহালছড়ি জোনের আওতাধীন ধুমনিঘাট পাড়া রাধাকৃষ্ণ মন্দির সংলগ্ন মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক পৃষ্ঠপোষকতায় মহালছড়ি সেনা জোন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৩২০ জন দুস্থ ও হতদরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের মেডিকেল অফিসার ও মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ সম্মিলিতভাবে পরিচালনা করেন।
দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই যৌথ উদ্যোগকে স্থানীয় জনসাধারণ স্বাগত জানায়। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধগণ নিজেদের দোরগোড়ায় এরূপ উন্নত চিকিৎসা সেবা পেয়ে মহালছড়ি সেনা জোন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করে।
মহালছড়ি জোন ও স্থানীয় প্রশাসন সম্মিলিতভাবে সাধারণ মানুষের পাশে থেকে উন্নত মানের জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে বলে জানা যায়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply