রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৪ পূর্বাহ্ন
আল মামুন, খাগড়াছড়ি:: খাগড়াছড়ি সদরের মেহেদীবাগ বায়তুল করিম মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর সেনা জোন (৩০ বীর)। বৃহস্পতিবার (২৪ নভেম্বর ২০২২) এই শিক্ষা সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি সদর জোনের কোয়াটার মাষ্টার ক্যাপ্টেন সাকিব সালমান।
এসব শিক্ষা সহায়ক সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ নিয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্ণেল সাইফুল ইসলাম সুমন, পিএসসি বলেন-বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাস দমনে যেমন কঠোর, ঠিক তেমনি পাহাড়ে দুস্থ গরীব অসহায় মানুষের পাশে থেকে সেবা প্রদানসহ যে কোন বিপদে পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।
এছাড়াও পাহাড়ের মানুষ যেন শান্তি ও সম্প্রীতির সাথে নিরাপদে বসবাস করতে পারে সে লক্ষকে সামনে রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। একই সাথে এ ধরনের কার্যক্রম ধারাবাহিক ভাবে ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply