রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
হিল উইমেন্স ফেডারেশন’র নেত্রী এন্টি চকমাসহ তিন জনকে অপহরণ পাহাড়ে পর্যটন শিল্প বিকাশে প্রধান অন্তরায় অবৈধ অস্ত্র: এমপি দীপংকর নাইক্ষ্যংছড়িতে চোরাই পথে আনা ৪০ বার্মিজ গরু জব্দ রামগড়ে ১৩ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামি ও ১ মাদক ব্যবসীয় আটক মানিকছড়িতে ৪০ লিটার চোলাই মদসহ ৩ পাচারকারী আটক রাজস্থলীতে বাঙ্গালহালিয়া বাজারে অস্বাস্থ্যকর মাছ পঁচা বিক্রি মাটিরাঙ্গায় সেনা জোন কর্তৃক ভারতীয় ঔষধ ও কসমেটিকস জব্দ খাগড়াছড়ির দিঘীনালায় বাঙালি যুবককে কুপিয়ে আহত করেছে পাহাড়ি সন্ত্রাসীরা বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ অনুষ্ঠিত স্বামীর অমানসিক নির্যাতন, প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
সিন্দুকছড়ি সঃ প্রাঃ বিদ্যালয় বিভিন্ন সমস্যায় জর্জরিত

সিন্দুকছড়ি সঃ প্রাঃ বিদ্যালয় বিভিন্ন সমস্যায় জর্জরিত

নুরুল আলম:: গুইমারা উপজেলার সিন্দুকছড়ি বাজার সংলগ্ন সিন্দুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নানান সমস্যা জর্জরিত। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি আজও যেন উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত। ২১১জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি চলমান। অবৈধ দখল মুুক্ত ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করনে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের দাবি এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকদের।

সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন গুইমারা উপজেলার সিন্দুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে নানান সমস্যা দেখা দিয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার দীর্ঘ ৫৭ বছর অতিবাহিত হলেও এখনো যেন জীর্ণশির্ণ হয়ে আছে বিদ্যালয়ের ছোট ছোট ভবন গুলো।

স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বললে তারা বলেন, গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে জনসংখ্যা অনেক বেশি। কিন্তু জনসংখ্যা বেশি হওয়া সত্বেও এখানকার বিদ্যালয় গুলো উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আসছে। এখানকার কোমলমতি শিক্ষার্থীরা শ্রেনীকক্ষের অভাবে ঠিক মতো পাঠগ্রহন করতে পারছেনা। এছাড়াও বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। সিন্দুকছড়ি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট যে ভবন গুলো রয়েছে তাতে শিক্ষার্থীদের পাঠদান নিতে গিয়ে হিমশিম খেতে হয়ে শিক্ষকদের। এছাড়া জনবসতি সম্পূর্ণ এলাকা হওয়া সত্তেও প্রাথমিক বিদ্যালয়টিতে রয়েছে মাত্র ৬জন শিক্ষক। অফিস কক্ষ ও শ্রেনীকক্ষসহ বিদ্যালয়টিতে মোট কক্ষ রয়েছে মাত্র ৪টি।

স্বল্পপরিমান কক্ষে শিক্ষার্থীদের পাঠদানে বিভিন্ন সমস্যার সম্মূখিন হয়ে থাকে উল্লেখ করে উক্ত বিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন বলেন, বিদ্যালয়টি একটি জনবসতি সম্পূর্ণ এলাকায় হওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেশি। এছাড়াও প্রতিবছরই শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২১১জন। অফিস কক্ষ সহকারে ৪টি কক্ষের মাঝে ২শত ১১জন শিক্ষার্থীকে পাঠদান করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিভিন্ন সমস্যার সম্মুখিন হয়েও বিদ্যালয়ের শিক্ষকরা পাঠদান অব্যহত রেখেছে। এছাড়া স্থানীয় কিছু প্রভাবশালীরা বিদ্যালয়ের সীমানা দখলের মরিয়া হয়ে উঠেছে। বিদ্যালয়ের সমস্যা গুলো নিরসণের জন্য কর্তৃপক্ষের নিকট ভবন নির্মান এবং সীমানা দখল থেকে বিরত থাকার জন্য দাবি করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd