শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই: শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটির কাপ্তাই সেনা জোনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) অটল ছাপ্পান্ন কর্তৃক রাইখালী ইউনিয়নের দুর্গম পানছড়ি এবং রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় এ সেবা প্রদান করা হয়।
কাপ্তাই জোন মেডিকের অফিসার ক্যাপ্টেন মো. শাফাত চৌধুরীর নেতৃত্বে মেডিকেল ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনে কাপ্তাই উপজেলার পানছড়ি এলাকায় ১শ ২২ জন এবং রাজস্থলীর বাঙ্গালহালিয়া এলাকার ১শ ৫২ জন গরিব অসহায়দের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া সাব-জোন কমান্ডার মেজর তানবীর আহমেদ জামান।
মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা প্রসঙ্গে কাপ্তাই জোন কমান্ডার লে কর্নেল নুর উল্লাহ জুয়েল পিএসসি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও শান্তিকালীন সময় কাপ্তাই জোন পাহাড়ের সাধারণ মানুষের পাশে থেকে সব সময় মানবিক সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply