শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:৪৪ পূর্বাহ্ন
নুরুল আলম:: রাঙামাটি কাপ্তাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো.ফয়েজ উদ্দিনকে সভাপতি এবং আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) এই নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
কাপ্তাই উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম জানান, রাঙামাটি জেলা শ্রমিক দলের সভাপতি মো. মমতাজ মিয়া ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম (কবির) কাপ্তাই উপজেলার বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে আগামী ৩ তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করেন।
কমিটিতে মো.আয়ুব আলী, মো.বেলায়েত হোসেন, মো.নুরুল ইসলাম, মো.জাকির হোসেন, মো.আবুল হোসেনকে সহ-সভাপতি , সাধারণ সম্পাদক আব্দুল্লা আল নাহিয়ান ডালিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মাদ আরমান, সাংগঠনিক সম্পাদক মো. হারুন, দপ্তর মো. আব্দুর রহিম, প্রচার মো. আকতার, প্রকাশনা মো. সিরাজ, শিক্ষা বিষয়ক আল আমিন কাদের চৌধুরীসহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply