মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলিসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের শীর্ষ সন্ত্রাসী সৈকত চাকমাকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) মধ্যরাতে জেলার পানছড়ি উপজেলার কলাবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সৈকত চাকমা পানছড়ির অক্ষয়কুমার পাড়া এলাকার বাসিন্দা এল্যবনা চাকমার ছেলে। আটককের সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, পানছড়ির কলাবাগান এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি দল অভিযান চালিয়ে সৈকত চাকমাকে আটক করতে সক্ষম হয়। আটক সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানা যায়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply