শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:৫৬ পূর্বাহ্ন
নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।
বুধবার (২৮ ডিসেম্বর ২০২২) গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম ভবনে প্রধান শিক্ষক বাবলু হোসেন এর সঞ্চালনায় আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার এস আই জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিটলারুজ্জামান, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মো নাজিম উদ্দিন, গুইমারা দাখিল মাদ্রাসার সুপার জয়নাল আবেদীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওষ্কার বিশ্বাস, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ইউপি সচিব এনজিওকর্মী ও জনপ্রতিনিধি।
এসময় বক্তারা বলেন, জমি বিরোধ, মাদকদ্রব্য চোরাচালান ও সেবন থেকে বিরত থাকা এবং বাল্যবিবাহ রোধের বিষয়ে নানান দিক নিদের্শনা মূলক বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply