মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৯:০০ অপরাহ্ন
নুরুল আলম:: “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুইমারা উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)’র উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও পরে মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা বলেন, দুর্নীতি করা অন্যায়, দুর্নীতি করা পাপ। আমরা দুর্নীতিকে না বলবো, দুর্নীতিও করতে দেব না। আমরা সকলেই মিলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন, গুইমারা ইসলামী দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন জয়নাল আবেদনী, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তার, গুইমারা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ওহাব মিয়া, সহ সভাপতি কাজী মো: আব্দুস ছালামসহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারি ও সাংবাদিক।
এসময় সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ বলেন, দূর্নীতি প্রতিরোধে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোথায় কোনো দূর্নীতি হতে দেখলে প্রশাসনকে অবহিত করতে হবে। এছাড়াও গুইমারা উপজেলায় দূর্নীতি প্রতিরোধ কমিটির পূনসংস্কার করে দূর্নীতি প্রতিরোধের কাজে সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply