শনিবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:৩৭ অপরাহ্ন
নুরুল আলম:: ১০৫ পদাতিক ব্রিগেডের অধীনে রাঙামাটি জীবতলী ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক উপজাতীয়দের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত অধিনায়কের দিক নির্দেশে কাপ্তাই কেরেটকাটা অমর স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজাতীয় সম্প্রদায়ের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অসহায় ও দুস্থদের মাঝে বড়দের ১০০টি ও শিশুদের ১২০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন ক্যাপ্টেন বখতিয়ার আহমেদ ও ওয়ারেন্ট অফিসার আল-আমিন। এসময় এলাকার মেম্বার, কারবারি ও কেরেটকাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্তিত ছিলেন।
ক্যাপ্টেন বখতিয়ার আহমেদ জানান, সেনাবাহিনী সবসময় অসহায়দের পাশে ছিল এবং পাশে থাকবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply