রবিবার, ০৪ Jun ২০২৩, ০১:৫২ অপরাহ্ন
নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রসার প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্র পরিষদ এর ১ যুগ পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি নুরুন্নবী।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী ২০২৩) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা। অন্যান্যের মধ্যে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলম, মাদ্রাসার সুপার মাওলানা জয়নাল আবেদীন, সাবেক সুপার সিরাজুল ইসলাম, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম,মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইখতিয়ার উদ্দিন চৌধুরী পলাশসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও কয়েকশ প্রাক্তন ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেমং মারমা বলেন, বর্তমান সরকারের মাদ্রসা ও মসজিদ এর উপর উন্নয়নের ব্যাপক ভূমিকা পালন করছে। মডেল মসজিদের মতো গুইমারা মাদ্রসাকে উন্নয়ন করবে বলে আশ্বাস দেন তিনি। এজন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য।
দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে পুরনো সহপাঠিদের কাছে পেয়ে গল্প, আড্ডা, ও ছবি তোলায় মেতে উঠে সবাই। এছাড়াও অনুষ্ঠানে গুইমারা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে রক্তের গ্রুপ নির্নয় সহ বিনা মূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় ইসলামিক জলসা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply