রবিবার, ০৪ Jun ২০২৩, ১১:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ভাগ্যধন চাকমা (৪০) এবং সুই সিং মারমা (৩৬) নামের দুই উপজাতি যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন।
ওসি জানান, গত রবিবার গোপন সংবাদে ভিত্তিতে যৌথবাহিনী জেলা সদরের মগবান ইউনিয়নের দোখাইয়া পাড়ায় অভিযান পরিচালনা করে ভাগ্যধন চাকমাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক, নগদ এক লাখ ৩৭ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, ছোট-বড় ৫টি রেজিস্ট্রার খাতা জব্দ করা হয়।
অপরদিকে একইদিনে শহরের আসামবস্তী নতুন মুসলিম পাড়ায় অভিযান চালিয়ে সুই সিং মারমাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
ওসি আরিফুল আমিন আরও জানান, এ ঘটনায় রাঙামাটি কোতয়ালী থানায় অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply