বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন
নুরুল আলম:: সারাদেশের ন্যায় পার্বত্য তিন জেলার বিভিন্ন উপজেলায় ১লা জানুয়ারী সকাল থেকে ৭শত ৬টি সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১শত ২৩টি মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক যোগে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শির্ক্ষাথীরা নতুন বই হাতে পেয়ে অত্যান্ত আনন্দিত হয়।
গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশে নতুন বছর উপলক্ষে রবিবার (১ জানুয়ারি ২০২৩) খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মিলনায়তনে প্রথমেই নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে নতুন বই শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হয়।
অন্যদিকে নতুন শিক্ষা বর্ষের প্রথম দিনে পাঠ্যবই হাতে পেয়ে খুশিতে মশগুল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিশু-কিশোর শিক্ষার্থীরা। সকাল ১০টায় রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে বই উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
এইদিকে গুইমারায় মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অডিটরিয়াম ভবনে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ তথা বই উৎসব পালিত হয়েছে। হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে গুইমারা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী নতুন বছরের বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন। এসময় গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা, অভিভাবকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আবার, রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের নতুন বছরে নতুন বই শির্ক্ষাথীদের মাঝে বই বিতরণ শুভ উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ১০টায় বই বিতরণ শুভ অনুষ্ঠানে প্রধান অতিথি এসএমসি ম্যানেজিং কমিটি সভাপতি চাইথোয়াইমং মারমা, প্রধান শিক্ষিকা ভারপ্রাপ্ত মাথুইচিং চৌধুরী, সহকারী শিক্ষিকা আনুচিং মারমা, চৌম্রাচিং চৌধুরী, ম্যাম্যাসিং মারমা, ক্রানুচিং মারমা, মিসেস শারমীন আক্তার, শুশান্ত তংঞ্চঙ্গ্যা, নৈশ্য ও কাম দাপ্তরিক মংক্যসিং মারমাসহ শির্ক্ষাথী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply