সোমবার, ২৯ মে ২০২৩, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম :
গুইমারায় ব্যাপক হারে বাড়ছে বাল্যবিবাহ গুইমারায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত গুইমারায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন তিন দিনব্যাপী খাগড়াছড়িতে জেএসএসের ১৩ তম জাতীয় সম্মেলন শুরু খাগড়াছড়িতে বিচার প্রার্থীদের বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন রাঙামাটির রাবিপ্রবি’তে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গুইমারার হাফছড়িতে ৮৫০ জনের মাঝে সোলার বিতরণ খাগড়াছড়িতে ইউনিটি ব্লাড ডোনার সোসাইটির ১ম প্রতিবার্ষিকী উদযাপন রাঙামাটি সদর উপজেলার দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ খাগড়াছড়িতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে দুদকের মামলায় ঠিকাদার জসিম উদ্দিন কারাগারে

খাগড়াছড়িতে দুদকের মামলায় ঠিকাদার জসিম উদ্দিন কারাগারে

নুরুল আলম:: খাগড়াছড়িতে সিভিল সার্জনের স্বাক্ষর জাল করে গাড়ি মেরামতের ভূয়া কার্যাদেশ/ ফাইল সৃজন ও বিল প্রস্তত পূর্বক প্রায় সাড়ে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ঠিকাদার মো. জসিম উদ্দিনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. শাহীন উদ্দিন এর আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।

এ সময় দুদকের পিপি এডভোকেট সুপাল চাকমা জানান,সিভিল সার্জন খাগড়াছড়ি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহেদ হোসেন, হিসাব রক্ষক প্রিয় রঞ্জন বড়ুয়া ও ঠিকাদার জসিম উদ্দিন পরস্পর যোগসাজশে তৎকালীন সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম এর স্বাক্ষর জাল করে গাড়ি মেরামতের ভূয়া কার্যাদেশ/ ফাইল সৃজন ও বিল প্রস্তত পূর্বক ১০,৪০,৭২২ টাকা উত্তোলন করে আত্মসাত।

দুদকের রাঙামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আবুল বাশার বাদী হয়ে ২০২০ সালে দন্ডবিধির ৪০৯/১০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করেন।

দুদকের পিপি এডভোকেট সুপাল চাকমা জানান, আদালত ১ নং আসামী জাহেদ হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং অপর আসামী প্রিয় রঞ্জন বড়ুয়া পলাতক রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd