রবিবার, ০৪ Jun ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন
নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারার বাজার পাড়া এলাকায় অগ্নিকান্ডে কয়েক পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই। শুক্রবার ২৮ এপ্রিল ২০২৩ বিকাল ৫টায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎ আগুন লেগে প্রথমে বেড়ার তৈরি বসত ঘর পুড়ে যায় পরি আস্তে আস্তে অন্যসব ঘরে আগুন লাগে। তখন স্থানীয়রা পানি মেরে প্রায় বেশির ভাগ আগুন নিয়ন্ত্রনে আনে। পরে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস এসে অবশিষ্ট আগুন নিয়ন্ত্রনে আনে।
ঘটনা সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই দুর্ঘটনার সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনে করা হচ্ছে। এসময় নূরনবী (মাস্টার), মো: দেলোয়ার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং শাহজাহান ও জসিম উদ্দিন এর আংশিক ক্ষয় ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধ কোটি টাকা বলে জানান ক্ষতিগ্রস্তরা।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী। পরে গুইমারা উপজেলা পরিষদ চেয়াম্যান মেমং মারমা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহয়তা প্রদান করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply