রবিবার, ০৪ Jun ২০২৩, ১০:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: “স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পানছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এর আয়োজক ছিল পানছড়ি উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।
র্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের সভাপতিত্বে দিবসটি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সঞ্চয়ন চাকমা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, বিদ্যালয় শিক্ষক, ফুটবল কোচ ক্যাপ্রুচাই মারমাসহ স্থানীয় খোলায়াড়গণ উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply