সোমবার, ২৯ মে ২০২৩, ০৬:২৭ অপরাহ্ন

শিরোনাম :
গুইমারায় ব্যাপক হারে বাড়ছে বাল্যবিবাহ গুইমারায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত গুইমারায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন তিন দিনব্যাপী খাগড়াছড়িতে জেএসএসের ১৩ তম জাতীয় সম্মেলন শুরু খাগড়াছড়িতে বিচার প্রার্থীদের বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন রাঙামাটির রাবিপ্রবি’তে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গুইমারার হাফছড়িতে ৮৫০ জনের মাঝে সোলার বিতরণ খাগড়াছড়িতে ইউনিটি ব্লাড ডোনার সোসাইটির ১ম প্রতিবার্ষিকী উদযাপন রাঙামাটি সদর উপজেলার দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ খাগড়াছড়িতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে পাহাড় কাঠার মহোৎসব

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে চলছে পাহাড় কাঠার মহোৎসব। ছোট-বড় মিলিয়ে অর্ধশতাধিক পাহাড় কাটা হয়েছে। পাহাড়ের মাটি কেটে বিক্রি, আবাস্থল গড়ে তোলা, গভির খাদ ভরাট করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ধারা ৬-এর (খ) স্পষ্ট বলা হয়েছে যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কতৃর্ক সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তি মালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করা যাবে না।

সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করেই জেলার মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি, লক্ষীছড়ি, মহালছড়ি, গুইমারাসহ বিভিন্ন উপজেলায় কাটা হচ্ছে পাহাড়। এছাড়াও ফসলী জমি থেকে অবাদে মাটি উত্তোলন করে বিক্রয়ে মেতে উঠেছে মহলটি। কিন্তু এসব অবৈধ কাজ প্রশাসন দেখেও না দেখের ভান করছে। পাহাড় খেকোদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় সাধারণ জনগণ ও সচেতন মহল।

সিন্দুকছড়ি, তৈকর্মা, যৌথখামার, কালাপানি ও গুইমারা সদরের বিভিন্ন স্থানে অনুমতি বিহীন পাহাড় কেটেই যাচ্ছে। এভাবে পাহাড় কাটতে থাকলে আসছে বর্ষার মৌসুমে পাহাড় ধ্বসে প্রাণহানীর ঘটনা ঘটার আশঙা রয়েছে বলে জানান এলাকাবাসী।

এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে চাপা ক্ষোভ থাকলেও প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতেও পারছেন না। প্রভাবশালী মহল ও মাটি ব্যবসায়ীরা ক্ষমতার দাপট ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড়ের মাটি কেটে সাবাড় করে ফেলছে। ফলে পরিবেশ ও জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী বলেন, আইন অমান্য করে পাহাড় কাটা হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে ।

গুইমারা থানার ওসি রাজিব চন্দ্র কর বলেন, মাটিকাটার বিষয়েটি শুনেছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd