সোমবার, ২৯ মে ২০২৩, ০৬:২২ অপরাহ্ন
নুরুল আলম:: নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৮ মে) সকালে অফিসার্স ক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
এসময় সিভিল সার্জন ডা. ছাবের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ হোসেন সোহাগ, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী উপস্থিত ছিলেন।
বক্তারা পৃথিবীকে আরো সুরক্ষিত ও শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে জিন হেনরি ডুনান্টকে অনুসরণ করার আহবান জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply