সোমবার, ২৯ মে ২০২৩, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
গুইমারায় ব্যাপক হারে বাড়ছে বাল্যবিবাহ গুইমারায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত গুইমারায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন তিন দিনব্যাপী খাগড়াছড়িতে জেএসএসের ১৩ তম জাতীয় সম্মেলন শুরু খাগড়াছড়িতে বিচার প্রার্থীদের বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন রাঙামাটির রাবিপ্রবি’তে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গুইমারার হাফছড়িতে ৮৫০ জনের মাঝে সোলার বিতরণ খাগড়াছড়িতে ইউনিটি ব্লাড ডোনার সোসাইটির ১ম প্রতিবার্ষিকী উদযাপন রাঙামাটি সদর উপজেলার দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ খাগড়াছড়িতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধ ভাবে জায়গা দখলের চেষ্টা

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধ ভাবে জায়গা দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে দিনে দুপুরে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে অসহায়দের রেকর্ডী জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে একটি মহল। এই জায়গার বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও তা অমান্য করে অর্থ ও ক্ষমতার দাপটে দখলে মরিয়া হয়ে উঠেছে মহলটি।

জানা যায়, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী মধ্যমপাড়া নামক এলাকার মৃত সিদ্দিক আহাম্মদের ছেলেদের জায়গা দখল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রমুলক কার্যক্রমে মেতে উঠেছে একই স্থানের চাইহ্লাপ্রু দেওয়ানের ছেলে অংগ্য দেওয়ান গংরা। এই নিয়ে আদালতে উচ্ছেদ মামলা রায় থাকা সত্বেও অবৈধ ভাবে সন্ত্রাসী কায়দায় আইন কানুন অমান্য করে জায়গা দখল করার উদ্দেশ্যে হামলা করে এই মহলটি। এতে অংশ নেয় চাইহ্লাপ্রু দেওয়ানের ছেলে অংগ্য দেওয়ান, অংগ্য দেওয়ানের ছেলে শেম্প্রু দেওয়ান, থৈলাপ্রু দেওয়া ও তইংগ্য দেওয়ান এর ছেলে অংশায় সহ আরো বেশকিছু অজ্ঞাত ভুমি দস্যূ।

গত ১৯ মে ২০২৩ শুক্রবার চক্রটির দল বল নিয়ে এসে অবৈধভাবে জায়গা দখলের চেষ্টা করে বলে ভুক্তভোগির পরিবার সূত্রে জানায়। পরে তারা থানায় বিষয়টি জানালে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিম।

অভিযোগে বাদী আবু তালেব বলেন, এই জায়গা নিয়ে র্দীঘদিন চক্রটির (৫২/২০০৩) সাথে সীমানা পরিচিহ্ন মামলা চলছে যার ১১নং বিবাদী ছিলেন অংগ্য দেওয়ান। সে আদালতে হাজির হয়ে ৪ একর জায়গায় তার বাবার নামে রেকর্ড ভূক্ত আছে বলে দাবি করলে, জায়গার মামলা নিস্পত্তির পর সরকারি আমিন-কামিনগো ধারা বুজিয়ে দেওয়ার ও নেওয়ার কথা থাকলেও বর্তমানে তা অমান্য করে একটি মহলসহ তার ওলি ওয়ারিশরা অবৈধ দখলের পায়তারা করছে। পরবর্তিতে উচ্ছেদ মামলা জারি হলে উচ্ছেদের আদেশ দেন আদালত।

দখলকারীদের যে রেকর্ডীও ৪ একর জায়গা রয়েছে তার থেকে অধিক জায়গা দখল করে বর্তমানে বসবাস করছে। তার ভিতরও আমাদের জায়গা অবৈধ দখল করার চেষ্টা করছে। তাই এর সুস্থ বিচার দাবি করেন ভুক্তোভুগি ও তার পরিবার।

এই বিষয়ে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আনসারুল করিম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, উল্লেখিত জায়গা বিরোধ নিয়ে আবু তালেব বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd