শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মাটিরাঙ্গায় সেনা জোন কর্তৃক ভারতীয় ঔষধ ও কসমেটিকস জব্দ খাগড়াছড়ির দিঘীনালায় বাঙালি যুবককে কুপিয়ে আহত করেছে পাহাড়ি সন্ত্রাসীরা বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ অনুষ্ঠিত স্বামীর অমানসিক নির্যাতন, প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন পানছড়িতে ২ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ১ সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকায় জন্য ভোট চাইলেন মো: নূর হাকিম নানিয়ারচরে ৩৬লিটার মদ জব্দ ৬জন কে জরিমানা রাঙামাটিতে উপজাতি সন্ত্রাসীদের ব্যবহৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার মাটিরাঙ্গায় গণহত্যার বিচারের দাবিতে নাগরিক পরিষদের মানববন্ধন গুইমারার জালিয়াপাড়ায় পারিবারিক কলহের কারণে গৃহবধুর আত্মহত্যা
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে সুযোগ-সুবিধার কথা বলে প্রতারণার চেষ্টার অভিযোগ

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে সুযোগ-সুবিধার কথা বলে প্রতারণার চেষ্টার অভিযোগ

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে সুযোগ-সুবিধার কথা বলে প্রতারণার চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশিক্ষণসহ সুযোগ-সুবিধা দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিষয়টি মিথ্যা বলে দাবি করে বলেন, কোথাও কেউ এরকম প্রচারণা চালালে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন অথবা থানা পুলিশকে অবহিত করার জন্যও পরামর্শ দিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ জুলাই) কাপ্তাই উপজেলার বিভিন্ন প্রত্যান্ত অঞ্চলে গিয়ে সহজ সরল মানুষদের এবং রাইখালী ইউনিয়নে চক্রটি বিভিন্ন ঔষধ ফার্মেসিতে গিয়ে নাম নিবন্ধন বাবদ ৭ হাজার টাকা দাবি করছে বলে অভিযোগ উঠেছে।

রাইখালী ইউনিয়নে ভুক্তভোগী কয়েকজন ফার্মেসির মালিক জানান, শুক্রবার সকালে এক ব্যক্তি একটি ব্যাগ নিয়ে এসে খাতা কলমে তাদের দোকানের নাম অন্তর্ভুক্ত করে। এবং এনআইডি কার্ড নাম্বার দিয়ে ফরম পূরণ করতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে। লোকটি ওই সময় কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচয় ব্যবহার করে। এক পর্যায়ে ফার্মেসিগুলো থেকে ৭ হাজার টাকা নিবন্ধন ফি দাবি করে। ফার্মেসি মালিকদের বিষয়টি সন্দেহ হয়। এবং চক্রটিকে বিভিন্ন প্রশ্ন করলে ওই লোকটি সুযোগ বুঝে সটকে পরে। তখন তারা অনেকটা নিশ্চিত হয় যে এটা কোন প্রতারক চক্রের কাজ।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটা সম্পূর্ণ গুজব ছড়াচ্ছে ওই প্রতারক চক্র। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে কোনো বিষয়ে কাউকে প্রশিক্ষণ দেয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং প্রতারক চক্ররা যে এরকম কিছু গুজব ছড়াচ্ছে এই বিষয়ে আরো কয়েকজনের নিকট অভিযোগ পাওয়া গেছে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে নিশ্চিত করেন তিনি। পাশাপাশি এধরনের কোন প্রতারকের সাথে লেনদেন না করতে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন। এছাড়া কোথাও কেউ এরকম প্রচারণা চালালে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন অথবা থানা পুলিশকে অবহিত করার জন্যও পরামর্শ দিয়েছেন তিনি।

এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, টাকার বিনিময়ে বা টাকা ছাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কোনো ধরনের প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোনো কুচক্রী মহল হীনস্বার্থে সাধারণ লোকজনকে ঠকানোর ফন্দি হিসেবে এরকম মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এছাড়া এ ধরনের কোনো প্রতারকের তথ্য পেলে তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করার জন্য উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন।

সচেতন মহল বলেন, এইসকল প্রতারণার চেষ্টার বিষয় একটি তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd