বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:১৭ পূর্বাহ্ন
নুরুল আলম:: “নিরাপদ মাছে ভরবো দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা মৎস্য অফিসার দীপন চাকমা।
বুধবার (২৬ জুলাই ২০২৩) গুইমারা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। বিশেষ অতিথি হিসাবে গুইমারা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাসসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিভিন্ন রকম মাছ চাষের মাধ্যমে বিশে^র সামনে আমাদের বাংলাদেশকে তুলে ধরতে হবে। সম্প্রতি চিংড়ি রপ্তানিতে বাংলাদেশ এশিয়া মহাদেশে ৩য় এবং বিশে^ ৪স্থান অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থেকে মাছ চাষ ও রপ্তানিতে বাংলাদেশকে বিশে^র ১ম স্থানে নিয়ে যেতে হবে। এছাড়াও স্থানীয় চাষিদের মাঝে মাছ চাষের বিষয় বিভিন্ন দিক নিদের্শনা দেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply