সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’র অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান ও খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশের সাংবাদিকদের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর অবদান অনস্বীকার্য। এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান। খাগড়াছড়ির ৪ জন অসুস্থ, দুস্থ সাংবাদিকদের মাঝে ৩ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply