সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির গুইমারায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনর্চাজ রাজিব চন্দ্র কর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, গুইমার কলেজের প্রভাষক অর্জুন নাথ সহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন বহু প্রতিভার অধিকারী। একাধারে মুক্তিযোদ্ধা, ফুটবলার, সংগীত শিল্পী, নাট্য শিল্পী ও আবৃত্তিকারক। তার শূন্যতা কখনো পূরন হওয়ার নয়।
আলোচনা সভার পূর্বে ৯টা ৩০মিনিটে গুইমারা উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপজেলা শেখ কামাল এর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply