বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৫৬ পূর্বাহ্ন

বিলাইছড়িে ভারী বর্ষণে ফারুয়া বাজার প্লাবিত

বিলাইছড়িে ভারী বর্ষণে ফারুয়া বাজার প্লাবিত

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-টানা ৮ দিন অতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফারুয়া বাজার প্লাবিত হয়েছে বলে জানান ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।

সোমবার ( ৭ আগস্ট) দুপুরে তিনি আরো জানান, এগুজ্যা ছড়ি, তাড়াছড়ি, গোয়াইন ছড়ি, তক্তানালা উলুছড়ি এবং চাইন্দ্যা পাড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একইভাবে মুঠোফোনে তক্তানালার কার্বারি ভরত চন্দ্র তঞ্চঙ্গ্যা জানান,তাদের এলাকায় ধান্যজমি একেবারে ঢলে তলিয়ে গেছে,ভেসে গেছে গবাদি পশু, ডুবে গেছে দোকান,ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষেত, বাগান সহ অন্যান্য ঘরবাড়ি। এছাড়াও ক্ষতি হয়েছে বিলাইছড়ি ইউনিয়নে ৮ ও ৯ নং ওয়ার্ড। পাহাড়ের মাটি ধসে পড়েছে বাড়িতে। মাটি ধসে পড়েছে সদরে ৩ নং কুতুবদিয়া ওয়ার্ডেও। ধসে পড়েছে শালবন এলাকায় ঘর-বাড়ি, উঁপরে পরেছে গাছ হাসপাতাল এলাকাতেও। তবে জানমাল ক্ষতি হলেও এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায় নি।সপ্তাহের অধিক টানা বৃষ্টিতে কাজে বের হতে পারছেন না নিম্ন আয়ের মানুষ বেশ কষ্টে রয়েছে বলেও জানা গেছে।

প্রশাসন কর্তৃক দূর্যোগ মোকাবিলা করার জন্য ফারুয়া ইউনিয়ন পরিষদ, শিল্পকলা একাডেমি , মডেল স্কুল, উপজেলা মিলনায়তন এবং স্বস্ব এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি জায়গায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে । এছাড়াও ঝুকিপূর্ণ জায়গায় অবস্থান না করে আশ্রয় কেন্দ্র বা নিরাপদ স্থান খুঁজে নেওয়ার জন্য সকলের উপজেলা পরিষদ ও প্রশাসন পক্ষ হতে বিশেষ অনুরোধ করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd