বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:১০ পূর্বাহ্ন

মা‌টিরাঙ্গায় সা‌ড়ে ১০ লাখ টাকার ভারতীয় ঔষধসহ আটক ৬

মা‌টিরাঙ্গায় সা‌ড়ে ১০ লাখ টাকার ভারতীয় ঔষধসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় সা‌ড়ে ১০ লাখ টাকার ভারতীয় ঔষধসহ ৬ চোরাকারবারিকে আট‌ক করেছে পুলিশ।

সোমবার (৫‌ সে‌প্টেম্বর) দুপুর ১২টার দিকে মা‌টিরাঙ্গা থানা চত্বরে প্রেস‌ব্রিফিং‌য়ে এসব তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর।

পু‌লিশ সুপার জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ৪ সেপ্টেম্বর, দুপুরের দিকে মাটিরাঙ্গার উপ‌জেলা প‌রিষ‌দের সামনে মাই‌ক্রোবাস থেকে তল্লাশি চালিয়ে ভারতীয় অবৈধ ডেঙ্গু পরীক্ষার কীটসহ ৬ চোরাকারবারিকে আটক করা হয়। একই স‌ঙ্গে অ‌বৈধ মালামাল বহনকারী মাইক্রো বাস (ঢাকা মেট্র-চ-৫৩-৬৫৫৪) ‌কে জব্দ করা হয়।

আটককৃত মালামা‌লের ম‌ধ্যে র‌য়ে‌ছে ডেঙ্গু পরীক্ষার ভারতীয় কীট ৩৯০০ পিস, প্লাস‌টি‌কের বড় ড্রপার ২৭০০‌টি, এম্পুল ৯৮ পিস, প্লাস‌টি‌কের ছোট ড্রপার ১৩০০‌টি। আটকৃত মালামা‌লের আনুমা‌নিক বাজার মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

আটককৃত আসা‌মিরা হলেন- মাটিরাঙ্গা মিস্ত্রী পাড়ার রবিউল ইসলাম (২৯), বড়নাল ইউনিয়নের মুহিম উদ্দিন(২৭), জাকির হোসেন (৩০), জাহাঙ্গীর আলম(২৯), মো. মাইনুদ্দিন(২৭), ম‌হিন উ‌দ্দিন( ২৯)।

পু‌লিশ সুপার ব‌লেন, সম্প্রতি মশার কামড় জ‌নিত কা‌র‌ণে দে‌শে ডেঙ্গু রো‌গের ভয়াবহতার সু‌য়োগ নি‌য়ে এক শ্রেণির অসাধু মহল অ‌ধিক লা‌ভের আশায় সরকা‌রের অনুমোদন ছাড়া নি‌য়ে আসা ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীটের কার্যকা‌রিতা নি‌য়ে স‌ন্দেহ র‌য়ে‌ছে । নাগ‌রিক সেবা নি‌শ্চিত করণে‌ চোরাকারবা‌রিসহ যেকোন অপরাধ দম‌নে খাগড়াছ‌ড়ি জেলা পু‌শের গো‌য়েন্দা তৎপরতাসহ সকল আইনগত কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাহমুদা বেগম, সহকারী পুলিশ সুপার (মা‌টিরাঙ্গা সা‌র্কেল) আবু জাপর মোহাম্মদ সা‌লেহ, মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ ও‌সি (তদন্ত) মো. শ‌রিফ ও থানা কর্মরত পু‌লিশ সদস্য বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd