বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫০ পূর্বাহ্ন
লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় আবদুল আজিজ (২৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৩সোমবার দুপুর ২টার দিকে উপজেলার সরই ইউনিয়নের হাসনাভটিা এলাকার মক্কা এগ্রো ফার্মের পাশের একটি গাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়। আবদুল আজিজ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ির মৃত মুফতি ফরিদ উদ্দিনের ছেলে। ঘটনাটি আতœহত্যা নাকি হত্যা; তা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, ৫-৬ দিন আগে আব্দুল আজিজ মহেশখালী থেকে লামা উপজেলার সরই এলাকার মক্কা এগ্রো ফার্মের কাজে যোগদান করে। ফার্মটির মালিক চট্টগ্রামের পদুয়া এলাকার আলহাজ্ব আজিজুল হক। সোমবার সকালে ফার্মের পিছনে একটি গাছের সাথে আবদুল আজিজের লাশ ঝুলতে দেখে অন্য কর্মচারীরা পুলিশকে জানায়।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি আতœহত্যা নাকি হত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply