শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ন
আল-মামুন,খাগড়াছড়ি:: বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চাবাই মগ এর ৩৩তম মৃত্যু বার্ষিকী স্মরণে ব্যাড মিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে খাগড়াছড়িতে। শনিবার রাতে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে উন্নয়ন সংসদের কমিউনিটি সেন্টার মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও মারমা উন্নয়ন সংসদের সাধারন সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু। আয়োজন কমিটির সভাপতি ক্যপ্রু মারমার সভাপতিত্বে এতে প্রয়াত চাবাই মগের সহধর্মিনী রেদামা মারমা ফিতা কেটে খেলার উদ্বোধন করেন।
এতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বাঁশরী মারমা,ত্রিপুরা কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা ক্যজরী মারম,তাপস ত্রিপুরা,রুথান চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এতে প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রয়াত চাবাই মগ ছিলেন মারমা জাতির পথ প্রদর্শক। এ গুনী ব্যক্তির জীবন আর্দশ লালনসহ টুর্নামেন্টের আয়োজনের প্রশংসা করে তিনি বলেন-যুব সমাজকে মাদক ও সকল অন্যায় কাজ থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply