মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ১১:১৫ পূর্বাহ্ন
নুরুল আলম:: আগামী ১৫ জুন খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদের ২য় নির্বাচন। কে হবেন গুইমারা উপজেলার আগামীদিনের কান্ডারী। উপজেলাটি তিনটি ইউনিয়নের হিন্দু-মুসলিম, মারমা, ত্রিপুরা, চাকমা অধ্যুষিত জাতীগোষ্টী নিয়ে গঠিত। এবারের উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ৪ জন প্রার্থী নির্বাচন যুদ্ধে অংশ নিচ্ছেন। এরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা ,স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, আইয়ুব আলী, রুইসাঅং মারমা।
৪ জন প্রার্থীর মধ্যে ৩ জনেরই বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। শুধু রইসাঅং মারমা নতুন প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।
কে হবেন গুইমারা উপজেলার কান্ডারী, তার হিসাব মেলাতে চলছে বিরামহীন নির্বাচনী কর্মযজ্ঞ। প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। বুঝাতে চাচ্ছেন উপজেলা কার হাতে তুলে দিলে আধুনিক উপজেলায় রুপান্তরিত করতে পারবেন সে ফিরিস্তি সামনে নিয়ে আসছেন। সেসব হিসেব মেলাতে প্রত্যেক প্রার্থী নিয়ে চলছে বিশ্লেষণ।
মেমং মারমা গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুইমারা ইউনিয়ন পরিষদের ২ বারের সফল চেয়ারম্যান এবং গুইমারা উপজেলা বাস্তবায়নের অন্যতম রুপকার। তার হত ধরেই গুইমারা ইউনিয়ন পরিষদের আধুনিক ভবন বাস্তবায়িত হয়েছে যাতে বর্তমানে উপজেলা পরিষদের অফিস হিসেবে ব্যাবহার হচ্ছে। তার রাজনৈতিক ক্লিন ইমেজের কারনে তিনি ব্যাপক জনপ্রিয়।
উশ্যেপ্রু মারমা তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান তারও রয়েছে নির্বাচনে বিজয়লাভ করে দায়িত্ব পালনের অভিজ্ঞতা। তিনি ২নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ১ বার ও উপজেলা নির্বাচনে ১ বার জয়লাভ করেছেন। সহজেই হাল ছেড়ে দিবেন না বলে মন্তব্য করেন তার সমর্থিত ভোটেরেরা। তার সমর্থিতরা এ নির্বাচনে তিনি আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে আশা করছেন।
রুইসাঅং মারমা তিনি নির্বাচনের ময়দানে একেবারেই নতুন। যদিও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে প্রচারণা চালাচ্ছেন। তার শিক্ষকতার কারণে তিনি সিন্ধুকছড়ি ইউনিয়নে ভোটের মাঠে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে গুঞ্জন রয়েছে। আরেকটি কারণে তার ভোটের মাঠে প্রাণ ফেরার সম্ভাবনার কথা মাঠে ঘুরে বেড়ায় সেটি হলো আঞ্চলিক রাজনৈতিক দলের প্রভাবে। অত্যান্ত সাদাসিধেভাবেই চলাচ্ছেন নির্বাচনী প্রচারনা। তিনি শিক্ষিত ও যোগ্য হিসেবে ভোটের মাধ্যমে বিজয়ী হবেন বলে আশা করছেন।
আইয়ুব আলী মেম্বার তিনি গুইমারা উপজেলার একজন পরিচিত রাজনৈতিক ব্যাক্তি। বাংলাদেশ আওয়ামী লীগ গুইমারা উপজেলার সহ সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তারই ধারাবাহিকতায় এবারের উপজেলা নির্বাচনেও উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে আছেন। পাহাড়ি বাঙালী সমীকরণের কারণে ভোটের মাঠে ব্যাপক প্রভাব ফেলার সম্ভাবণা দেখছেন তার সমর্থকরা। ৩ জন মারমা প্রার্থীর বিপরীতে ১ জন বাঙালী প্রার্থী এ সরল সমীকরণটি বাকী ৩ প্রার্থীর জন্য কঠিন হতে পারে বলে ভোটের মাঠে প্রচারণা সরগরম।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply