মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ১২:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: একটাই পৃথিবী প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন এই প্রতিপাদ্য নিয়ে কাপ্তাই উপজলায় অনুষ্ঠিত হলো বিশ্ব পরিবেশ দিবস।
রবিবার দিবসটি উপলক্ষে কাপ্তাই ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও কাপ্তাই রেঞ্জ অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর উপস্থিতিতে র্যালিটি বের হয়ে রাইক্ষ্য ফরেষ্ট চেক ষ্টেশন সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উক্ত ফরেষ্ট অফিসের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক হাজারী, ০৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী জনাব মোঃ আব্দুল লতিফ, কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ ও কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও সিএমসির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল প্রমুখ। সভায় বক্তাগণ পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার থেকে বিরত থাকা ও বেশী বেশী গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করেন।
এদিকে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে কাপ্তাই কর্নফুলী পেপার মিলস লিমিটেড এর আয়োজন, বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহন করা হয়।
এতে উপস্থিত ছিলেন কেপিএম এর এমডি প্রকৌ: সুদীপ মজুমদার, ব্যবস্থাপক (প্রশাসন) ফারুক হোসেন, উপ প্রধান রসায়নবিদ রেজা শরীফ কামাল, মো: কামরুল হাসান, শামীম আহমেদ, সঞ্জীব কুমার বিশ্বাস, হিসাব কর্মকর্তা শফিকুল ইসলাম মিলন, উপ প্রধান রসায়নবিদ রুপম বড়ুয়া, ব্যবস্থাপক (শ্রম কল্যাণ) সন্তোষ কুমার দাশ, হিসাব কর্মকর্তা জয়নাল আবেদীন, নির্বাহী প্রকৌশলী
সিরাজুল ইসলাম, নির্বাহী প্রকৌ: মেকা. শাহাদাত হোসেন প্রমুখ।উক্ত র্যালি শেষে কেপিএম সোনালী ব্যাংক এর সামনে গাছ রোপন করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply