শনিবার, ২৫ Jun ২০২২, ০২:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক,গুইমারা:: খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিবি) আওতায় বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন, দুস্থ নারীদের সেলাই মেশিন এবং প্রাথমিক ও এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন ২০২২) দুপুরে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব (সেলাই মেশিন এবং প্রাথমিক ও এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ ও গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা।
এতে গুইমারা উপজেলা এল জি ই ডি ইন্জিনিয়ার আবদুল মান্নান, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ জায়নুল আবদীন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ১১৫২ টি স্যানিটারী ন্যাপকিন,২০ টি সেলাই মেশিন ও ১৯৮ টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply