রবিবার, ০৪ Jun ২০২৩, ০১:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই প্রথমবারের মতো ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে চলছে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বাঘাইছড়ির পৌরসভার ৯ ওয়ার্ডের ৯টি কেন্দ্র ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
এবার বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ২১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বদ্বিতা করছেন।
বুধবার সকাল ৮.৩০ মি. চন্দ্রঘোনা বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি কেন্দ্রে লাইন ধরে ভোট দিতে দেখা যায়। এ প্রথম ইভিএম পদ্বতিতে ভোট গ্রহণ হচ্ছে।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি, এক প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাঈদুর রহমান বলেন, বাঘাইছড়িতে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply