শনিবার, ২৫ Jun ২০২২, ০২:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ সুইডেন পলিটেকনিক হয়ে নৌবাহিনী সড়কটি ভাঙ্গনের কবলে পড়েছে। যে কোন মুহুর্তে বড় ধরনের ভাঙ্গনের ফলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করেছে স্থানীয়রা। লাগাতার কয়েদিনের বৃষ্টির কারণে প্রধান সড়কের একপাশে ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে সড়কের একপাশের ভাঙ্গনটি বড় আকার ধারন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসড়ক দিয়ে প্রতিদিন বহু ছোটবড় ও ভারী যানবাহন চলাচল করে থাকে। এসড়কের পাশে রয়েছে সেনা,নৌ, পুলিশসহ সরকারি-বেসরকারি শিল্প-কারখানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সড়কের একপাশ ভাঙ্গনের ফলে ঝুঁকি নিয়ে উক্ত প্রতিষ্ঠান সমূহে যানবাহন চলাচল করছে। সওজ বিভাগের এই সড়কে ভাঙ্গনের বিষয়ে কারো কোন নজরদারী নেই বললেই চলে।
সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায়, এলাকার সচেতন লোকজন ভাঙ্গন রোধসহ রাতে বড় ধরনের দূর্ঘটনা এড়াতে লাল পাতাকা গাছের ডাল পাতা দিয়ে রেখেছে। পাশাপাশি বালুর বস্তা দিয়ে ভাঙ্গন রোধ করার চেষ্টা করছে।
এদিকে, কাপ্তাই ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান জানান, ভাঙ্গন রোধে চট্টগ্রাম সড়ক ও জনপথকে ফোন করা হলে তারা জানায়, এটি রাঙামাটি সড়ক ও জনপথের কাজ। রাঙামাটি ফোন করা হলে তারা জানায়, এটি চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের কাজ। প্রকৃতপক্ষে সড়কটি মেরামতের কাজ কার হাতে ন্যাস্ত এ বিষয়ে কেউ সঠিক তথ্য দিতে পারছেনা। এদিকে দ্রুত ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা করা না হলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে এলাকাবাসীর আশংকা। এতে এসড়কের পাশে থাকা সকল প্রতিষ্ঠানের কার্যক্রম হুমকির মুখে বন্ধ হয়ে পড়তে পারে।
এবিষয়ে ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, রাস্তাটির অবস্থার বিষয়ে তিনি কাপ্তাই এলজিইডি অফিসে অবগত করেছেন। এছাড়া তিনি বলেন অতিদ্রুত রাস্তাটি ঠিক করার ব্যবস্থা গ্রহন না করলে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। তাই তিনি রাস্তাটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশা করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply