রবিবার, ০৪ Jun ২০২৩, ১২:২৩ অপরাহ্ন

সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার প্রতিবাদে খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন-বিক্ষোভ

সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার প্রতিবাদে খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন-বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:: ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে সাংবাদিকরা। বুধবার সকালে খাগড়াছড়ির সাংবাদিক সমাজের ব্যানারে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে ও চ্যানেল টোয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি নুরুচ্ছফা মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষমতার অপব্যবহার করে পার্বত্যাঞ্চলের সংরক্ষিত সাবেক নারী সাংসদ ফিরোজা বেগম চিনু ও তার মেয়ে নাজনীন আনোয়ার নিপূণ সরকারি সম্পত্তি জবর দখলের সংবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। অবিলম্বে ফজলে এলাহীকে মুক্তি সহ সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবী জানানো হয় এতে। মানববন্ধন শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহ-সভাপতি জহুরুল আলম,টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, কেইউজে’র সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, সাবেক সম্পাদক কানন আচার্য, যমুনা টিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার ইউনুছ, যুগান্তরের প্রতিনিধি সমির মল্লিক, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি জসিম উদ্দিন জয়নাল, পানছড়ি প্রেস ক্লাব সভাপতি নতুন ধন চাকমা, দীঘিনালার জীবন চৌধুরী উজ¦ল প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে বুধবার দুপুরে স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহীকে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় ফজলে এলাহীকে তার অফিস থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২০ সালের সংবাদ পরিবেশনের পরিপ্রেক্ষিতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও তার মেয়ে পৃথকভাবে দুটি মামলা করেন। পরবর্তীতে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যুর মাধ্যমে ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd