শুক্রবার, ১২ অগাস্ট ২০২২, ০৯:৪৭ পূর্বাহ্ন
নুরুল আলম:: রাঙামাটি শহরের কলেজগেইট এলাকায় ১০টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (০১ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ করে ইসমাইল হোসেন নামের এক ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে দুটি ফার্মেসীসহ মোট ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে দমকল বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর রাঙামাটি জেলার স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন বলেন, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে কলেজগেইট এলাকার ইসমাইল হোসেন নামের এক ব্যবসায়ীর দোকানের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে আমরা ক্ষতির পরিমাণ জানতে তদন্ত করছি।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply