শুক্রবার, ১২ অগাস্ট ২০২২, ০৯:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ভোলায় পুলিশের গুলিতে নিহত আব্দুর রহিম ও নুর আলম হত্যার প্রতিবাদে গুইমারা উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় গুইমারা উপজেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় হয়ে গুইমারা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিশিল ও সমাবেশ পূনরায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: ইউচুপ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ ইব্রাহিম, মেহেদুল ইসলাম, এস এম মিলন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সালমান হোসেন, সদস্য সচিব আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক আবু জাফর স্বপন, যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম, গুইমারা সদর ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।
গুইমারা উপজেলা বিএনপি, ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে অন্যায়ভাবে গুলি করে ভোলায় নিহত সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদলের সভাপতি নুর আলম এর হত্যার সুষ্ঠ বিচারের দাবি জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply