রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ আগস্ট) বিকালে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। এসময় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে কাউন্সিল রূপ নেয় জন সমাবেশে।
কাউন্সিলরদের ভোটে মো. বাহাদুর খানকে সভাপতি, মো. বদিউল আলমকে সাধারণ সম্পাদক ও জিয়াউর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট মাটিরাঙা উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিলকে ঘিরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবের জনপদে পরিণত হয় মাটিরাঙা। সম্মেলন বিকাল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই সম্মেলন স্থল জনসমুদ্র পরিণত হয়।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসফি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, নাসির আহমেদ চৌধুরী ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবছার ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিন্টু।
উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কোন্দলকে ভূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাধে কাঁধ মিলিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply