রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাটিরাঙ্গা পৌর শাখার বর্তমান কমিটির মেয়াদ কাল উত্তির্ণ হওয়ায় দলের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ১৩আগষ্ট নির্বাচনি ইশতেহার ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। সে মোতাবেক আগামী ৩১আগষ্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ বসত তা পিছিয়ে আগামী ৭ সেপ্টম্বর হতে যাচ্ছে মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিল-২০২২ ।
নির্বাচনি ইশতেহার অনুযায়ী ১৮ আগষ্ট বৃহস্প্রতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীগন তাদের অনুকুলে মনোয়ন জমা করেছেন। সভাপতি পদেপ্রিতিদ্বন্দীতা করার জন্য বর্তমান সভাপতি বাদশা মিয়া এবং নুরুল আমিন (নুরু)।
সিনিয়র সহ সভাপতি পদের জন্য বর্তমান সহ সভাপতি শাহ আলম,দপ্তর সম্পাদক আবুল কাশেম ,সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ , সহ সভাপতি জামাল উদ্দিন, সহসভাপতি নুরুল আমিন মনোনয়ন জমা দিয়েছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক শাহজালাল কাজল একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
যুগ্ন সম্পাদক ১ একটি পদের জন্য লড়বেন বর্তমান সহ সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন,বর্তমান যুগ্ন সম্পাদক নারায়ন ত্রিপুরা,আশিষ দত্ত ও কাজি এরশাদ।
সাংগঠনিক সম্পাদক -১ পদের জন্য লড়বেন-জেলা ছাত্রদলের সহ সভাপতি আলাউদ্দিন চৌধুরী,বর্তমান সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী। সাংগঠনিক সম্পাদক-২ পদের জন্য বর্তমান সাংগঠনিক সম্পাদক (২)শাহ আলম একক প্রার্থী হিসেবে আলম মনোনয় পত্র জমা দিয়েছেন। সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক (২) পদে একক প্রার্থী হওয়ায় ২টি পদে জন্য প্রতীক বরাদ্ধ ও ভোট গ্রহনের প্রয়োজন হবে না।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply