বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পরপরই পাল্টা বিক্ষোভ মিছিল বের করেছে যুবলীগ ও ছাত্রলীগ। অল্প সময়ে আগে-পরে দু’দলের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল দেখে অনেকে আতঙ্কিত হয়ে দোকান-পাট বন্ধ করেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সোয়া ১০টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি’র আহ্বায়ক মো. এনামুল হক এনাম এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে দেড়শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাশেম ভূঁইয়া, বিএনপি নেতা মীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
এর আধা ঘণ্টা পর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী দলীয় কার্যালয় দিক থেকে বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে একটি ঝটিকা মিছিল নিয়ে বাজারমুখী রওয়ানা হলে বিএনপির নেতাকর্মীরা নিরাপদে সরে যায়। আগে-পরে দু’দলের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশে ক্ষণিকে জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মিছিলে যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সাম, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply