মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম :
সিন্দুকছড়ি জোন কর্তৃক অসহায় হতদরিদ্রের মাঝে মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ির গুইমারায় ৪র্থ ধাপে ৭৫ পরিবার পাচ্ছে স্বপ্নের আবাসন মাটিরাঙ্গায় যামিনীপাড়া জোনের উদ্যোগে  অসহায়দের মাঝে মানবিক সহায়তা খাগড়াছড়িতে অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান বিলাইছড়িতে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত গুইমারায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উন্নয়নের সহযাত্রী হতে আবারো নৌকায় ভোট দিন ‘পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নাই’ রাজস্থলীতে মালবাহী পাথর বোঝাই ট্রাক উল্টে দুই জন আহত গুইমারা রিজিয়নের উদ্যোগে অসহায়দের মাঝে বিশেষ সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা সভা

নিজস্ব প্রতিবেদক, নানিয়ারচর: রাঙামাটির নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা সভায় নানিয়ারচরের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পাঠদানে বেঞ্চ সঙ্কটের বিষয়টি উঠে আসে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর জোন (১০ বীর) প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া, উপজেলা কৃষি অফিসার মো. মেসবাহ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, হেলমেট ছাড়া বাইক চালকদের বিরুদ্ধে অভিযান, মাদক, বাল্য বিবাহ এবং নানিয়ারচর সদর ইউনিয়নের ১৮ ও ১৯মাইল এলাকায় ছিনতাইয়ের বিষয়ে ও আলোচনা করা হয়। সম্প্রতি ওই এলাকায় কাভার্ড ভ্যান আটকে চাঁদা দাবি ও চাঁদা না পেয়ে নেসলে বাংলাদেশ কোম্পানির শিশুজাত খাদ্য দ্রব্য ছিনতাই করে একটি সন্ত্রাসী সংগঠন। এবিষয়ে প্রশাসনের কঠোর নজরদারির বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকবেন না। কোন বিদ্যালয়ে বেঞ্চ বা অন্য কোন শিক্ষা সামগ্রী সঙ্কট থাকলে আমাদের জানাবেন।

সভাপতির বক্তব্যে ফজলুর রহমা অতিতের তুলনায় নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান।

পাশাপাশি আসন্ন দূর্গা পূজা ও কঠিন চিবর দান অনুষ্ঠান উৎসবমুখর এবং শান্তিপূর্ণ করার জন্য সকলে সচেতন থাকবেন। প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

এছাড়াও তিনি উপজেলা শিক্ষা বিভাগ কে বেঞ্চ সঙ্কটের বিষয়টি ব্যবস্থা নিতে বলেন এবং প্রয়োজনে শিক্ষা অধিদপ্তরে ব্যবস্থা গ্রহণে চিঠি প্রদানের কথা জানান।

আইনশৃঙ্খলা সভা শেষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপজেলার মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। এতে নির্বাহী অফিসার প্রতিটি দপ্তরের সাথে কথা বলেন এবং দপ্তরসমূহ জনসাধারণ কে বর্তমান সেবা প্রদান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

 

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd